অপার সৌন্দর্যের লীলাভুমি হাকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তর হাওর। হাওরটি সিলেট ও মৌলভীবাজার জেলার অবস্থিত। কারন মৌলভীবাজারের বড়লেখায় ৪০%, কুলাউড়ায় ৩০% এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ ১৫%, গোলাপগঞ্জে ১০% এবং বিয়ানীবাজার উপজেলায় ৫% পরেছে। জুরী ও পানাই নদী থেকে হাকালুকি হাওর এর পানির মূল প্রবাহ ।

প্রায় ২৩৮ টি বিল নিয়ে এই হাকালুকি হাওর এবং সারাবছর জুড়েই এখানে পানি থাকে । কিন্তু বর্ষার মৌসুমে হাওরটি কানায় কানায় ভরে ওঠে। এখানের বিলগুলোর আলাদা আলাদা নাম রয়েছে, যেমন: চাতলা বিল, চৌকিয়া বিল, ডুলা বিল, পিংলারকোণা বিল, ফুটি বিল, তুরাল বিল, তেকুনি বিল, পাওল বিল, জুয়ালা বিল, কাইয়ারকোণা বিল, বালিজুড়ি বিল, কুকুরডুবি বিল, কাটুয়া বিল, বিরাই বিল, রাহিয়া বিল, চিনাউরা বিল, দুধাল বিল, মায়াজুরি বিল, বারজালা বিল, পারজালাবিল, মুছনা বিল, লাম্বা বিল, দিয়া বিল, ইত্যাদি।  এছাড়াও হাকালুকি হাওড়ে ১৫০ প্রজাতির মিঠা পানির মাছ, ১২০ প্রজাতির জলজ উদ্ভিদ, ২০ প্রজাতির সরীসৃপ বিলুপ্ত প্রায়। এখানে প্রতি বছর শীতকালে প্রায় ২০০ বিরল প্রজাতির অতিথি পাখির সমাগম ঘটে।

কিভাবে যাবেন হাকালুকি হাওর?

ঢাকা থেকে সিলেট

বাসযোগে
প্রতিদিন ঢাকার ফকিরাপুল, গাবতলী, সায়েদাবাদ, মহাখালী, আব্দুল্লাপুর, রাজারবাগ, সাইন্সল্যাব থেকে অসংখ্য এসি/নন-এসি বাস ছেড়ে যায় সিলেট শহরের উদ্দেশে। অনলাইন অথবা কাউন্টার থেকে টিকেট কেটে নিতে পারবেন। ছুটির দিনের সময় যাত্রা করলে, কয়েকদিন আগেই টিকেট কেটা রাখা উচিত।

বাসের নাম বাসের ধরন ভাড়া (টাকা) যোগাযোগ
গ্রীণলাইন পরিবহন এসি ১০০০-১২০০ বিস্তারিত
হানিফ এন্টারপ্রাইজ ননএসি/ ৬২০ বিস্তারিত
এনা ট্রান্সপোর্ট ননএসি/এসি ৪৭০-১২০০ বিস্তারিত
শ্যামলী পরিবহন ননএসি / এসি ৬২০ / ১৫০০ বিস্তারিত

রেলযোগে
উপবন এক্সপ্রেসর্
পারাবত এক্সপ্রেস
জয়ন্তীকা
কালনী এক্সপ্রেস

ভাড়া শ্রেনীভেদে ৩২০ টাকা থেকে ১১৪৯ টাকা
বাংলাদেশ ট্রেনের ওয়েবসাইট অথবা এ্যাপ থেকে টিকেট ক্রয় করতে পারবেন।

বিমানযোগে
ঢাকা থেকে প্রতিদিন ছয়টির বেশি ফ্লাইট পরিচালনা হয় সিলেটের উদ্দেশ্যে। আপনি স্ব স্ব এয়ারলাইন্সের অফিস থেকে টিকেট কিনতে পারবেন। এছাড়াও তাদের ওয়েবসাইটে থেকে টিকেট ক্রয় করতে পারবেন। গুগলে সার্চ দিলেই তাদের ওয়েবসাইট লিংক পেয়ে যাবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
ইএস-বাংলা এয়ারলাইন্স
নোভোএয়ার

সিলেট থেকে হাকালুকি হাওর