সাজেক খুবই অল্প সময়ের মধ্যে ভ্রমণ পিপাসু মানুষদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। যাহার অপরুপ সৌন্দয্য যেকোন মানুষকে তাহার প্রেমে পরতে বাধ্য করবে। মুলত রুইলুই পাড়া ও কংলাক পাড়া নিয়ে সাজেক এবং এটিই বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। সাজেকের আয়তন ৭০২ বর্গ মাইল।

সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায়। এর একপাশে ভারতের মিজোরাম রাজ্য এবং আরেক পাশে চোখ জুড়ানো সারিসারি পাহাড়। সাজেকের পাহাড়গুলি সৌন্দয্য আপনাকে সারাক্ষন মুগ্ধ করে রাখবে। যেমন এখানে বৃষ্টিপাতের পর রংধনু উপস্থিত হয় এবং শীতের মৌসুমে মেঘ ছোয়ার আনন্দ।

আপনি আগেই জেনেছেন সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলায় কিন্তু আপনাকে খাগড়াছড়ি থেকে সাজেক যেতে হবে।

গন্তব্য ভ্রমণের প্রকারভেদ ভাড়া (টাকা)
খাগড়াছড়ি থেকে সাজেক ১ দিনে যাওয়া এবং আসা ৫৪০০
খাগড়াছড়ি থেকে সাজেক ১ রাত্রি যাপন সহ যাওয়া এবং আসা ৭৭০০
খাগড়াছড়ি থেকে সাজেক ১ রাত্রি যাপন সহ যাওয়া এবং আসা, আলুটিলা, রিচাং ঝর্না, ঝুলন্ত ব্রীজ সহ ৯৭০০
খাগড়াছড়ি থেকে সাজেক ২ রাত্রি যাপন সহ যাওয়া এবং আসা ১০৫০০
খাগড়াছড়ি থেকে সাজেক ১ রাত্রি যাপন সহ যাওয়া এবং আসা, আলুটিলা, রিচাং ঝর্না, ঝুলন্ত ব্রীজ সহ ১২৫০০