ফ্যান্টসি কিংডম থিম পার্ক অথবা ফ্যান্টসি কিংডম। পার্কটির প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান কনকর্ড গ্রুপ। এটি প্রায় ২০ একর জায়গা জুড়ে অবস্থিত। যার মধ্যে রয়েছে থিম পার্ক, ওয়াটার পার্ক বা ওয়াটার কিংডম, শিশু পার্ক এবং হেরিটেজ কর্নার। ২০০২ সালের ১৯ শে ফেব্রুয়ারি পার্কটি প্রতিষ্ঠিত হয়। ফ্যান্টাসি কিংডম বাংলাদেশের সর্বাধিক পরিদর্শিত পার্ক, যার গড় বার্ষিক ভ্রমণার্থি বাংলাদেশের মোট জনসংখ্যার তিন ভাগের এক ভাগ।
পার্কটিতে তরুণদের জন্য রয়েছে প্রায় ২৭ টি রাইড। যেমন: রোলার কোষ্টার, সান্তা মারিয়া, ম্যাজিক কার্পেট, জায়ান্ট স্প্লাস, ইজি ডিজি, উরলি বার্ড, ওয়েব পুল, স্লাইড ওয়াল্ড, টিউব স্লাইড, ফ্যামিলি পুল, ড্যান্সিং জোন, মাল্টি স্লাইড, লেজি রিভার, সোডি কার্ড, জুনিয়র রেসিং, এক্সট্রিম রেসিং, হ্যাপি ক্যাংগারু, সান এবং মুন, কিডস পুল, কফি কাপ, ফ্যামিলি ট্রেন, বুল ডোজার, ফ্যান্টাসি শো, ৩ডি সিনেমা, পিকনিক স্পট, পার্টি জোন ।
ফ্যান্টাসি কিংডম প্রতিদিন সকাল ১০.০০ টার সময় খোলে এবং সন্ধ্যা ৬.৩০ মিনিটে বন্ধ হয়। বন্ধের দিন গুলোতে সকাল ১০.০০ টার সময় খোলে এবং সন্ধ্যা ৬.৩০ মিনিটে বন্ধ হয়।
প্রবেশ মুল্যে ফ্যান্টাসি কিংডম
বড়দের প্রবেশ + ৩ টি রাইডঃ ৫০০ টাকা
বাচ্চাদেরঃ ৩০০ ঢাকা
বড়দের প্রবেশ + ৮ রাইডঃ ৮৫০ টাকা
বাচ্চাদের প্রবেশ + ৮ রাইডঃ ৫০০ টাকা
ফ্যামেলি প্যাকেজ ৪ জন প্রবেশ + সকল রাইড + দুপুরের খাবারঃ ৩৬০০ টাকা
নোটঃ হেরিটেজ কর্নারে প্রবেশ ফি ফ্যান্টাসি কিংডমের প্রবেশ ফির সাথে যোগ করা।
প্রবেশ মুল্যে ওয়াটার কিংডম
বড়দের প্রবেশ + সকল রাইডঃ ৮৫০ টাকা
বাচ্চাদের প্রবেশ + সকল রাইডঃ ৮৫০ টাকা
নোটঃ ফ্যান্টসি কিংডমের প্রবেশ ফি ওয়াটার কিংডমের প্রবেশ ফি এর সাথে যোগ করা
এক্সট্রিম রেসিং ২০০ টাকা থেকে ১৪০০ টাকা
কম্বো প্যাকেজ
ফ্যান্টাসি কিংডম এবং ওয়াটার কিংডম প্রবেশ + সকল রাইড + এক্সট্রিম রেসিং + দুপুরের খাবারঃ ১৫০০ টাকা
ফ্যান্টাসি কিংডমের ওয়েবসাইটে বিভিন্ন প্যাকেজ সম্পর্কে জানা যায় এবং এখানে ক্লিক করে অনলাইনে টিকেট ক্রয় করা যাবে।
কিভাবে যাবেন ফ্যান্টাসি কিংডম
ফ্যান্টাসি কিংডম ঢাকা জেলার আশুলিয়া থানার জামগড়ায় অবস্থিত। আব্দুলাপুর, মিরপুর-০১, ১০, ১৪ ও গাবতলী থেকে সরাসরি এখানে আসা যায়। এছাড়াও বর্তমানে অনেকগুলি বাসের রুট রয়েছে। ঢাকা বিভিন্ন পয়েন্ট থেকে আপনি মতিঝিল, প্রেস ক্লাব, শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট, শুক্রাবাদ, আসাদগেট, শ্যামলী, কল্যাণপুর, টেকনিক্যাল বা কাকরাইল, মগবাজার, নবিসকো, মহাখালী, কাকোলি, বিমানবন্দর, উত্তরা, আবদুল্লাপুর থেকে বাসে উঠতে পারবেন।
খাওয়া-দাওয়া
ফ্যান্টাসির রয়েছে নিজস্ব রেষ্টুরেন্ট, যাহার নাম লিয়া রেষ্টুরেন্ট। এছাড়াও আশে-পাশে রয়েছে ক্যাফে উষা, আখি রেষ্টুরেন্ট ও আরও বিভিন্ন চাইনিজ ফুটের রেষ্টুরেন্ট।
Leave a Reply