সিদ্ধকাঠি জমিদার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠি গ্রামে অবস্থিত। নলছিটি শহর থেকে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার দূরে এর অবস্থান। এই বাড়িটির নির্মাতা হলেন ডাঃ চক্রবর্তী । কথিত আছে যে ১৩৩২ সালে তিনি দৃষ্টিনন্দন বাড়িটি নির্মাণ করেন। স্থানীয় অনেকের কাছে এটি রায় চৌধুরীর বাড়ি নামেও পরিচিত।
একজন প্রথিতযশা বাঙালি কবি, সমাজকর্মী ও নারীবাদী লেখিকা এবং তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রীধারী কবি কামিনী রায়ের শ্বশুর বাড়ি এটি। তিনি একসময় “জনৈক বঙ্গমহিলা” ছদ্মনামে লিখতেন। তার বিয়ে হয়েছিলে ১৮৯৪ সালে কেদারনাথ রায়ের সাথে। কেদারনাথ তাঁর কবিতার মুগ্ধ হয়েই তাকে বিয়ে করেছিলেন।সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা ১৮৮২) সনে জমিদার জগৎ প্রসন্ন রায় চৌধুরী প্রতিষ্ঠা করেন। তার অকাল স্বামী বিয়োগে তিনি ভাবলেশহীন হয়ে পড়েন।
রচনা করেন জীবন কি নামের জীবন ও জগৎ নামের কাব্যগ্রন্থ।
করিতে পারি না কাজ
সদা ভয় সদা লাজ
সংসয়ে সংকল্প সদা টলে
পাছে লোকে কিছু বলে।

কিভাবে যাবেন সিদ্ধকাঠি জমিদার বাড়ি

বরিশাল কিংবা ঝালকাঠি থেকে সরাসরি চলে আসুন নলছিটি বাসষ্ট্যান্ড। এখান থেকে অটো, রিকশা করে চলে যান জমিদার বাড়ি।