শাপলার ইতিহাস…

সাদা শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। এটি পুষ্প বৃক্ষ পরিবারের একটি জলজ উদ্ভিদ। শাপলা ফুল সাধারণত এশিয়া মহাদেশের বিভিন্ন এলাকায় পাওয়া যায়। এই ফুল যেমন দেখা যায় চাষের জমিতে, তেমনই হয় বন্য এলাকায়ও। হাওড়, বিলে বেশি পরিমানে ফোটে এই ফুল। বাংলাদেশের ধানক্ষেতে জমে থাকা পানিতে এই ফুল বেশি পরিমানে ফুটে থাকতে দেখা যায়। সারা বিশ্বে এই উদ্ভিদের প্রায় ৩৫ টি প্রজাতি পাওয়া যায়। ইংরেজিতে শাপলাকে বলা হয় Water Lily । গ্রীক দার্শনিক প্লেটো ও এরিস্টটল এর ছাত্র থিউফ্রাস্টাস বলেন, এই উদ্ভিদটি প্রায় ৩০০ খৃস্টপূর্ব পুরানো। শাপলা বিল দেখতে খুবই মনোরম হয়।

শাপলা বিল কিভাবে যাবেন…

এটি স্থানীয়দের কাছে শাপলার বিল নামে পরিচিত এবং গ্রামের প্রায় ৮০ ভাগ মানুষ এই শাপলা ব্যপসার সাথে জড়িত। সালতার বিল বরিশালের একটি দর্শনীয় স্থানে পরিনিত হয়েছে। বরিশাল সদর উপজেলা থেকে ৬০ কিলোমিটার দূরত্বে অবস্থিত, প্রায় ১০ হাজার একর জলাভুমির উপর এই শাপলার রাজ্যে সালতার বিল। যাহার অবস্থান বরিশাল জেলার উজিরপুর উপজেলার সালতা গ্রামে।

রাজধানী ঢাকা থেকে সড়ক ও নদী, উভয় পথেই যাওয়া যায় এখানে। নদীপথে যেতে চাইলে ঢাকার সদরঘাট থেকে সরাসরি বরিশাল গামী লঞ্চে উঠে চলে যান বরিশাল লঞ্চঘাট এবং সদরঘাট থেকে রাত ৮ টা থেকে ৮.৩০ মিনিটের মধ্যে সব লঞ্চ ছেড়ে যায় বরিশালের উদ্দেশ্যে এবং পৌছায় সকাল ৪ টা থেকে ৫ টার মধ্যে। বরিশাল লঞ্চঘাট থেকে ব্যাটারী চালিত অটোরিক্সা নিয়ে চলে যাবেন নথুল্লাবাদ বাসস্ট্যান্ড। বরিশাল সদরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে সাতলা-বাগধা পযর্ন্ত সরাসরি বাস সার্ভিস রয়েছে। এছাড়াও রয়েছে ভাড়ায় চালিত মোটরসাইকেল, থ্রি-হুইলার মাহিন্দ্র গাড়ি। যেতে সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টা।

বাসযোগে যেতে চাইলে, রাজধানীর গাবতলী থেকে ভোর ৬ টা থেকে রাত ১০ টা পযর্ন্ত বাস চলাচল করে, যাহা পাটুরিয়া ঘাট অতিক্রম করে বরিশাল নথুল্লাবাদ বাসস্ট্যান্ড পযর্ন্ত যায়। বরিশাল শহরের খানিক কিছুটা আগে শিকারপুর নেমে অটো রিকশা ভাড়া করে যাওয়া যায় শাপলার বিল।

কখন যাবেন সালতার বিল…

প্রায় নয় মাস ধরেই এখানে শাপলা ফুটে থাকতে দেখা যায়। কিন্তু মার্চ থেকে শুরু হয়ে নভেম্বর পযর্ন্ত যাওয়া সময়টি উপযুক্ত । কারন এই সময় প্রচুর পরিমানে শাপলা ফুটে থাকতে দেখা যায় বিলে। শাপলা দেখতে হয়ে খুব ভোরে যেতে হবে শাপলা বিল কারন সকাল ৮ টার পরে শাপলা বুঝে ছোট হয়ে যায় কিংবা শাপলা তুলে ব্যবসায়ীরা বাজারে বিক্রি করতে নিয়ে যায়। সবচাইতে ভালো রাতে উজিরপুর অবস্থান করলে।

শাপলা বিল কোথায় থাকবেন

বরিশালের উজিরপুর উপজেলায় একাধিক থাকার জায়গা রয়েছে এছাড়াও সাতলায় একটি পর্যটক বাংলো রয়েছে। অথবা আপনি চাইলে বরিশাল ফিরে যেতে পারেন এবং নগরীর সদর রোড়, নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের আশেপাশে অথবা লঞ্চঘাটের আশেপাশে রয়েছে ভালো মানের বেশকিছু আবাসিক হোটেল। তাছাড়াও স্থানীয় লোকদের বাড়ী হতে পারে আপনার থাকার আদর্শ জায়গা এবং এখাকার মানুষও বেশ অতিথীপড়ায়ন।

টিপস

  • স্থানীয় মানুষের সাথে ঝগড়া-ঝাটি করবেন না।
  • আপনার সাহয্য লাগলে তাদেরকে জানান।
  • স্থানীয় গাড়ি ভাড়ার জন্য ধর-ধাম করুন।

আর পরুন : সিকিমের রাজধানী গ্যাংটক (Gangtok) ভ্রমণ – Sikkim