বাংলাদেশ যে প্রাকৃতিক বিস্ময়ের দেশ, এ সর্ম্পকে কারও সন্দেহ নেই। সুতরাং এখানে বরিশাল বিভাগের সর্বাধিক দর্শনীয় স্থান নিয়ে লিখা হলো। বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বরিশালের সৌন্দর্য উপেক্ষা করতে পারা যায় না।বরিশাল বিভাগের সর্বাধিক দর্শনীয় স্থান গুলোর মধ্যে অবশ্যই কুয়াকাটা সমুদ্র সৈকত প্রথাম দিকে, এমনকি সরকার চাইলে এটি হতে পারে বাংলাদেশের সর্বাধিক দর্শনীয় স্থান গুলোর মধ্যে একটি।
দুর্গা সাগর
বরিশালের কোনও ব্যক্তিকে যদি বরিশালের সর্বাধিক ঘুরে দেখার জায়গা সম্পর্কে জিজ্ঞাসা করেন, তবে তিনি অবশ্যই আপনাকে দুর্গা সাগর দেখার জন্য বলবেন। বরিশাল শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে দুর্গা সাগর অবস্থিত । হ্রদের জাঁকজমকপূর্ণ দৃশ্য অবশ্যই আপনার মন ভরিয়ে দিবে। স্থানীয় মানুষদের কাছে এটি মাধবপাশা দিঘি নামেও পরিচিত। দক্ষিণাঞ্চলের বৃহত্তম হ্রদগুলির মধ্যে দুর্গা সাগর অন্যতম, প্রায় 45.42 হেক্টর বা 27 বর্গ কিলোমিটার জুয়ে এর আয়তন। 1780 সালে চন্দ্রদ্বীপের রাজা শিব নারায়ন এটি খনন করেন এবং তার স্ত্রী দুর্গামতির নামানুসারে এর নাম রাখেন দুর্গাসাগর। বর্তমানে দিঘীটি বরিশাল জেলা প্রাশাসনের তত্ত্ববধানে রয়েছে।
বায়তুল আমান অথবা গুঠিয়া মসজিদ
মুল নাম বাইতুল আমান জামে মসজিদ, এছাড়াও গুঠিয়া মসজিদ নামেও পরিচিত। মসজিটির নির্মাতা এস. সরফুদ্দিন আহম্মেদ এটির অবস্থান জেলার উজিরজপুর উপজেলার গুঠিয়ার চাংগুরিয়া গ্রামে। দুর্গা সাগরের রাস্তা ধরে সামনে এগিয়ে গেলে নয়নাভিরাম এই মসিজিদটির দেখা পাবেন।
অনেকে বলেন যে, বায়তুল আমান দক্ষিণাঞ্চলের সবচেয়ে সুন্দর মসজিদ। এই মসজিদটির ঈদগাহ কমপ্লেক্সটি সন্ধ্যার পর নানান রংয়ের লাইটের আলোতে আরও দর্শনীয় দেখায়।
স্বরূপকাঠি ভাসমান বাজার
বরিশাল নদীর জন্য বিখ্যাত, এটা আমাদের সকলের জানা। ঝালকাঠি জেলা শহর থেকে 15 কিলোমিটার দুরে ভিমরুলিতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান এই বাজার। খুব ভোরে যাওয়াটাই উচিত এখানের, কারন 11 টার পরে বাজারের লোকজন কমতে থাকে।
ভাসমান এই বাজারের প্রধান আকর্ষন হচ্ছে পেয়ারা, যাহা বাংলার আপেল নামে পরিচিত। পেয়ারার মৌসুমে ঢাকা থেকে প্রচুর ব্যবসায়ীরা যান এখানে খরিত করার জন্য। দক্ষিণ জেলার হাজার হাজার কৃষক পেয়ারা চাষের উপর নির্ভর করেন।
বিবির পুকুর পাড়
যদি বরিশাল শহরের অভ্যন্তরে কোথাও ঘুড়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে, তবে অবশ্যই আপনাকে বিবির পুকুর বিবেচনায় রাখাতে হবে। এটি শহরের একদম প্রান কেন্দ্রে অবস্থিত। সবাই মিলে আড্ডা দিয়ে সময় পার করার এটি এক দুর্দান্ত জায়গা।
কুয়াকাটা
বরিশাল বিভাগের সর্বাধিক দর্শনীয় স্থান গুলোর মধ্যে সাগর কন্য কুয়াকাটা অন্যতম।
Leave a Reply