নাম তার দক্ষিণ শাহবাজপুর! বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা। ভাবছেন কোন জায়গার কথা বলছি?  আসলে এটি তাহার পুরোনো নাম, যাহার বর্তমান নাম ভোলা। এটি বরিশাল বিভাগের দক্ষিণাঞ্চলের একটি জেলা। ভোলার নামকরণ করা হয়েছে মাঝি ভোলা গাজির নামনুসারে। ভোলা শহরের উপর দিয়ে বয়ে চলা বর্তমান বেতুয়া খালটি এক সময় বেতুয়া নদী নামে পরিচিত ছিল। তখনকার সময় এই ভোলা গাজি এই নদীতে মানুষদের নৌকা পারাপার করত। এখনকার যোগীর ঘোল নামক স্থানে ছিল তাহার বাড়ী।

রাজধানী শহর ঢাকা থেকে ভোলা সরাসরি নদী পথে যাওয়া যায়। এছাড়াও সড়ক পথে বরিশাল হয়ে ভোলা যাওয়া যায়। পাশাপাশি লক্ষীপুর হয়েও ভোলা যাওয়া যায়।

ঢাকা থেকে ভোলা নদী পথে: ঢাকার সদরঘাট থেকে প্রতিদিন ভোলার উদ্দেশ্যে দুইটি লঞ্চ ছেড়ে যায়। যাহার প্রথম ট্রিপ ছাড়ে  রাত  ৭.০০ মিনিটে এবং দ্বিতীয় ট্রিপ ছাড়ে বাত ৮.০০ মিনিটে। এছাড়াও প্রতিদিন দুইটি ক্যাটামেরান জাহাজ দিনের বেলায় ছেড়ে যায়।

ঢাকা থেকে ভোলা লঞ্চ ভাড়ার তালিকা

ঢাকা থেকে ভোলা লঞ্চ ভাড়ার তালিকা
ডেক ভাড়া: ২৮০ টাকা
সিঙ্গেল কেবিন: 1100 টাকা
ডাবল কেবিন: 1500 টাকা
সিঙ্গেল কেবিন এটাচ বাথরুম সহ: 1500 টাকা
ডাবল কেবিন এটাচ বাথরুম সহ: 2600 টাকা
ভি,আই,পি কেবিন: 4000 টাকা

উপরের উল্লেখিত ভাড়া লঞ্চ অনুযায়ী কম/বেশি হতে পারে।

এম ভি কর্ণফুলী ৯
‌কেবিন বুকিং নম্বরঃ ০১৭১৬৯১০৫৫১
ভোলা অফিসঃ ০১৭১২০৩৬৭৭৯, ফোনঃ ০৪৯১৬১৩৫৪

• মনপুরা দ্বীপ
• শাহবাজপুর গ্যাস ক্ষেত্র
• শাহবাজপুর মেঘনা পর্যটন কেন্দ্র
• তুলাতলী পর্যটন কেন্দ্র
• ফাতেমা খানম মসজিদ
• চর কুকরী মুকরী
• সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক
• শিশু পার্ক
• জ্যাকব ওয়াচ টাওয়ার
• তারুয়া সমুদ্র সৈকত
• দুদু মিয়ার মাজার
• বীরশেষ্ঠ মোস্তফা কামাল স্তৃতি যাদুঘর
• নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ
• উপকূলিয় সবুজ বেষ্টনী
• খামার বাড়ি
• বিঝাগীয় টেক্সটাইল কলেজ
• বোরহানউদ্দিন চৌধুরীর জমিদার বাড়ি