খান জাহান আলীর মাজার

প্রতিদিন অসংখ্য মানুষ খান জাহান আলীর মাজার ও ষাট গম্বুজ মসজিদ ভ্রমণ করতে আসেন। আসুন জেনে নেই কে ছিলেন এই খান জাহান আলী।

হযরত খান জাহান আলী (র:) ছিলেন ইসলাম ধর্ম প্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক । তিনি উলুঘ খান, খান-ই-আজম ইত্যাদি নামেও পরিচিত ছিলেন । হযরত খান জাহান আলী (র:) ১৩৬৯ খ্রিষ্টাব্দে দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন । তার পিতার নাম আকবর খাঁ এবং মাতা আম্বিয়া বিবি । তিনি মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লিস্থ বিখ্যাত ওয়ালি এ কামিল পির শাহ নেয়ামত উল্লাহর কাছে। তিনি কুরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহ শাস্ত্রের উপর গভীর জ্ঞানার্জন করেন।

 

ষাট গম্বুজ মসজিদ