রাঙ্গামাটি পার্বত্য জেলা রাজধানী ঢাকা থেকে সড়ক পথে ৩০৫ কিলোমিটার দুরত্বে অবস্থিত এবং বাসযোগে যেতে সময় লাগে প্রায় ৭ ঘন্টার মত। রাঙ্গামাটি তার দৃষ্টিনন্দন হ্রদ, এখানে বসবাসকৃত উপজাতি সম্প্রদায়, উদ্ভিদ এবং প্রাণী, ঝর্ণা এবং হ্রদের চারপাশে সুউচ্চ পাহাড়, ঝুলন্ত সেতু, যাদুঘর ইত্যাদির জন্য বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত। এটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এবং পূর্বে এর নাম ছিল কার্পাস মহল।

ঢাকা থেকে কিভাবে যাবেন রাঙ্গামাটি

রাজধানী ঢাকা থেকে রাঙ্গামাটি যাওয়ার জন্য এসি ও ননএসি সরাসরি বাস সার্ভিস রয়েছে। এগুলো প্রতিদিন সায়েদাবাদ, কমলাপুর, পকিরাপুল, মতিঝিল, কলাবাগান থেকে দিনে ও রাতে ক্রমনুসারে ছেড়ে যায় রাঙ্গামাটির উদ্দেশে। এছাড়াও বন্দর নগরী চট্টগ্রাম থেকেও খুর সহজে যাওয়া যায়। নগরীর অক্সিজেন ও কদমতলী থেকে ছেড়ে যায় এসব বাস। নিম্মে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাসগুলোর প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হলো।

বাসের নাম বাসের ধরন ভাড়া (টাকা) যোগাযোগ
ইউনিক পরিবহন ননএসি/ ৬২০ বিস্তারিত
হানিফ এন্টারপ্রাইজ ননএসি/ ৬২০ বিস্তারিত
সেন্টমার্টিন হুন্দাই এসি ১৪০০ /৯০০ বিস্তারিত
শ্যামলী পরিবহন ননএসি / এসি ৬২০ / ১৫০০ বিস্তারিত
এস আলম সার্ভিস ননএসি ৬২০ বিস্তারিত

সারাবছর জুড়েই রাঙ্গামাটি ঘুরে বেড়ানো যায়, তবে শীত ও বর্ষাকাল হচ্ছে এখানে বেড়ানোর জন্য উপযুক্ত সময়। বেশির ভাগ মানুষই বর্ষার শেষের দিকে এখানে ভ্রমণের জন্য ভিড় জমান এবং বছরের প্রায় পাচ মাস এখানে পর্যটকে মুখরিত।

যাওয়ার পথে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের সাপের মত আকাবাকা পথ দিয়ে চলতে চলতে বেতবুনিয়ায় পৌছালেই পার্বত্য জেলা রাঙ্গামাটি। রাঙ্গামাটিতে আপনি যে জায়গাগুলি ঘুরে আসতে পারেন ।

কাপ্তাই হ্রদ

জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ১৯৬০ সালে নির্মিত হয়েছিল দেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ।  পর্যটকদের কাছে সর্বাধিক জনপ্রিয় স্থান। এখানে  সবাই চারদিকে পাহাড় বেষ্টিত এর মাঝে বিশাল স্ফটিক পানির হ্রদ উপভোগ করতে আসেন। এই হ্রদে পুরো দিনের জন্য নৌকা ভ্রমণের একটি আকর্ষণীয় জায়গা।

Rangamati

কাপ্তাই হ্রদ; মডেল: মাহমুদুল সাকিব

আরও পড়ুন